ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

বার্তা বিভাগ
ডিসেম্বর ১৪, ২০২৩ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সিএনজির ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে গাইবান্ধা-সাঘাটা সড়কের বোর্ডবাজার এলাকায় এই ঘটনাটি ঘটে।নিহত পুলিশ সদস্য সুমন মিয়া সদর থানার গাড়ি চালক ছিলেন। তার বাড়ি রংপুর জেলার পিরগাছা থানায় বলে জানা যায়।

স্থানীয়দের সুত্রে জানা যায়, আজ সকাল ৮ টার দিকে সুমন মিয়া নিজ মোটরসাইকেল নিয়ে পুলিশ লাইন সংলগ্ন ভাড়া বাসা থেকে অফিসে যাওয়ার পথে পুলিশ লাইনস (বোর্ড বাজার) এলাকায় অপরদিক থেকে আশা সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হন সুমন মিয়া। তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]