ঢাকা৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চাটখিলে এনসিসি ব্যাংকের ১২৭ তম শাখার উদ্বোধন

বার্তা বিভাগ
ডিসেম্বর ১৩, ২০২৩ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

মো.বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার :-

বেসরকারি প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে চাটখিল ১২৭ তম শাখার উদ্বোধন করা হয়েছে।

নোয়াখালীর চাটখিল দক্ষিণ বাজার রফিক উল্ল্যাহ ভূইয়া টাওয়ারে ১২ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১.৩০মিনিটে চাটখিল বাসীকে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন (চলতি দায়িত্ব), ব্যবস্থাপনা পরিচালক রাফাত উল্যা খান, চাটখিল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল ইসলাম, এনসিসি ব্যাংক চাটখিল শাখার ম্যানেজার মো.ফখরুল প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ ও জাতীয় জীবনে ব্যাংক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। এনসিসি ব্যাংক ১৯৮৫ সাল থেকে যাত্রা শুরু করে অদ্যবদি অত্যান্ত সুনামের সাথে ব্যাংক পরিচালিত হয়ে আসছে। চাটখিলও উন্নত মানের ব্যাংকিং সেবা আপনাদের মাঝে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতি বদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]