আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের বিষয়টি ভারত, জাপান ও ফিলিস্তিন এ তিনটি দেশের নাম নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি শাখার মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন। তিনি আরো জানান,জাপান থেকে ১৬ জন, ভারত থেকে তিনজন এবং ফিলিস্তিন থেকে ছয়জনের প্রতিনিধিদল আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করবে। তবে নির্বাচন পর্যবেক্ষণ করার বিষয়ে এখনো মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিত করা হয় নি।
সাপ্তাহিক ব্রিফিংয়ে রবিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিনি এ তথ্য জানান। সেহেলী সাবরীন জানান, সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন এক্সপার্ট মিশনের প্রতিনিধিদলটি আগামী বাংলাদেশে অবস্থান করবে ২১ জানুয়ারি পর্যন্ত। এছাড়াও পর্যবেক্ষক দল আসবে ভারত, ফিলিস্তিন, ওআইসি ও আরব লীগ থেকে। সম্প্রতি জাপানও নির্বাচন কমিশনের কাছে আগ্রহ প্রকাশ করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: thesocialtimes24@gmail.com