ঢাকা১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

৫০% বিশেষ ছাড়ে সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে!

বার্তা বিভাগ
ডিসেম্বর ৯, ২০২৩ ৮:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

ভর্তি চলছে!!! ভর্তি চলছে!!! ভর্তি চলছে!!! বিশেষ (৫০%) ছাড়ে ভর্তি চলছে

সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে।

দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসা
গ-৩৮/২, জাপানী স্কুল রোড, বাঁশতলা কবরস্থানের পশ্চিম পার্শ্বে,শাহজাদপুর,গুলশান,ঢাকা-১২১২
প্রতিষ্ঠাতা পরিচালকঃমুফতি মুহাম্মাদ ছিদ্দিকুর রহমান সরকার
মোবাঃ ০১৭১৫৭৮৮৮৫৫, ০১৭৯২৩৩৩১৭৭

আমাদের বিভাগ সমূহঃ
★আলিয়া বিভাগ
★কিতাব বিভাগ
★দরসে নিজামী বিভাগ
★আদর্শ নূরানী বিভাগ
★স্ট্যান্ডার্ড নাজেরা বিভাগ
★ইন্টারন্যাশনাল হিফ্জ বিভাগ
★ইন্টারন্যাশনাল হিফ্জ রিভিশন বিভাগ।
★প্রতিযোগিতা বিভাগ।

বিঃদ্রঃ সার্বক্ষনিক সি সি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হয়।

আসসালামু আলাইকুম ওয়ারাহ মাতুল্লাহ,
প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসায় আপনাদের স্বাগতম। “ইসলামিক ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়কারী মানসম্মত প্রতিষ্ঠান ”

Darus Sunnah International Madrasah

** আরবী,ইংরেজি ও বাংলা ভার্সন এর পাশাপাশি ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা।

★★★লক্ষ্য ও উদ্দেশ্য
১.কুরআন ও সুন্নাহর আদর্শ অনুসরণের মাধ্যমে আল্লাহ ভীরু,সৎ,কর্মট,দায়িত্বশীল ও দক্ষ জনশক্তিতে গড়ে তোলা।
২.বাংলার পাশাপাশি আরবি ও ইংরেজি ভাষায় পরিপূর্ণ দক্ষতা অর্জন করতে পারে সেই লক্ষে শিক্ষার্থীদের প্রস্তুত করা।
৩.শিক্ষার্থীদের অন্তর্নিহিত মেধা ও প্রতিভা বিকশিত করা।
৪.শিক্ষার্থীদের ধর্মীয় আধুনিক জ্ঞান সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা।

★ বৈশিষ্ট্যাবলীঃ
১.সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।
২.ইংলিশ এবং আরাবিক স্পোকেন।
৩.সম্পূর্ণ আলাদা বালক ও বালিকা শাখা।
৪.আরবি ভাষা, ইংরেজি ভাষা,গণিত,বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বিষয়ে সর্বাধিক গুরুত্বারোপ।
৫.দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বিষয়ে কুরআন ও হাদিস মুখস্থ করা।
৬.দুর্বল অমনোযোগী ছাত্র-ছাত্রীদের বিশেষ কেয়ার ও কাউন্সিলিং ব্যবস্থা।
৭.ইসলামী সৌজন্যবোধ, শিষ্টাচার শিক্ষাদান ও বাস্তবে উদ্বুদ্ধ করা।
৮.বিষয় ভিত্তিক সাপ্তাহিক ও মাসিক প্রতিযোগিতার আয়োজন করা।
৯.বাংলা,ইংরেজি ও আরবি সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ দেওয়া।
১০.ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের ধর্মীয় অনুশাসন,নৈতিকতা ও প্রকৃত জ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করা।
১১.
১২.কম্পিউটার বেসিক নলেজ শিক্ষা দেয়া।
৬. মান সম্মত খাবার ও উন্নত আবাসন সুবিধা।
৭. হিফজের পাশাপাশি বিশ্বমানের নিজস্ব আরবি , বাংলা, ইংরেজি ও গণিতের বই দ্বারা পাঠদান অর্থাৎ বয়সের সাথে সাথে হিফজের পাশাপাশি জেনারেল/কিতাব বিভাগের মৌলিক শিক্ষা গ্রহণ।
৮. আরবি ও ইংরেজি ভাষায় কথা বলতে পারদর্শী করে গড়ে তোলা।
৯. ক্রমান্বয়ে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার সুযোগ।
১০. নৈতিক, সামাজিক ও মানবিক করে গড়ে তুলতে সুস্থ সংস্কৃতির চর্চা ও শরীয়াহ অনুমোদিত বিনোদন(খেলাধুলার) ব্যবস্থা।
১১. প্রতিটি বিষয়ে সর্বোচ্চ ১৫ জন শিক্ষার্থীর জন্য অন্তত ১ জন অভিজ্ঞ বিষয় ভিত্তিক শিক্ষক।
১২. আবাসিক বা অনাবাসিক ভাবে হিফজ সম্পন্ন করার সুযোগ।

🛑 মিশরের আদলে ১০ কিরাতের উপর “তিলাওয়াত ও তাজভীদ কোর্স।”
যা মিশরী ক্বারীদের তত্ত্বাবধায়নে বাংলাদেশে এই প্রথম চালু হবে ইনশাআল্লাহ।

দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসা
গ-৩৮/২, জাপানী স্কুল রোড, বাঁশতলা কবরস্থানের পশ্চিম পার্শ্বে, শাহজাদপুর,গুলশান,ঢাকা-১২১২

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]