তাপস মজুমদার,(স্টাফ-রিপোর্টার) সাতক্ষীরা:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি দিবস ২০২৩ পালন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক কবুতর উড়ানোর মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা পরিষদের হলরুমে কালিগঞ্জ উপজেলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মোস্তফা আখতারুজ্জামানের এর সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাঈদ মেহেদী।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, কালিগঞ্জ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, অধ্যাপক শ্যামাপদ দাশ সম্মিলিত সামাজিক আন্দোলনের কালীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিব ফেরদৌস শিমুল উপজেলা দুর্নীতি প্রতিরোধ , উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান, থানা জামে মসজিদের পেশ ঈমাম হযরত মাওলানা আশরাফুল ইসলাম আজিজী, সরকারী কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিঃ শিক্ষক জি এম আব্দুল্লাহ আল হাসান।
উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক, সহকারী শিক্ষক শাহিনা আক্তার চায়না, মিলনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, অবসরপ্রাপ্ত শিক্ষক খোরশেদ আলম উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সৈয়দ মাহমুদুর রহমান সদস্য কণিকা সরকার প্রমুখ। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করাণ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম।
আন্তর্জাতিক দুর্নীতি দিবসে বিভিন্ন অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জাতীয় সাংবাদিক সংস্থা, সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, বেসরকারী উন্নয়ন সংস্থা “সুশীলন” নারী উন্নয়ন সংগঠন প্রেরণা বিন্দু মিশন মহিলা উন্নয়ন সংস্থা আমার কুটির ও মহিলা বিষয়ক অধিদপ্তরের নারী সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আলোচনা সভাশেষে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরুস্কার ক্রেস্ট ও সনদ প্রদান করা করা হয়।
রচনা প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন প্রথম স্থান মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী অমৃতা দে দ্বিতীয় স্থান অধিকার করে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী তাসফিয়া জামান রাইসা অতিথি স্থান অধিকার করে একই স্কুলের শিক্ষার্থী মালিয়া মেহেনাজ মহি