যে কোনো সময় কিয়েভের সঙ্গে শান্তি সংলাপ শুরুর জন্য প্রস্তুত রয়েছে মস্কো। মঙ্গলবার এক সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র ও প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ এ তথ্য জানিয়েছেন।
রুশ সংবাদমাধ্যম আরটিভিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে পেসকভ বলেন , ইউক্রেন যদি রাজি থাকে— সেক্ষেত্রে যে কোনো সময়েই শুরু হতে পারে সংলাপ।
পেসকভ বলেন, আমাদের প্রেসিডেন্ট আগেও কয়েক বার বলেছেন, মস্কোর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ (ইউক্রেনে) আমাদের লক্ষ্য অর্জন। যুদ্ধের মাধ্যমেই সেই লক্ষ্য অর্জন করতে— এমন কোনো বাধ্যবাধকতা নেই।আমাদের দ্বিপাক্ষিক বিরোধগুলোর সমাধান হতে পারে রাজনৈতিক ও কূটনৈতিক পন্থাতে।
শান্তি সংলাপ শুরুর জন্য প্রস্তুত আমরা । আমাদের দুয়ার খোলা। কিয়েভ যদি রাজি থাকে, তাহলে যে কোনো সময় শুরু হতে পারে এই সংলাপ।-আরটিভিআই
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: [email protected]