তাপস মজুমদার,(স্টাফ-রিপোর্টার) সাতক্ষীরাঃ
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা’র সম্মেলন কক্ষে সভায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, থানার ওসি (তদন্ত) প্রদীপ সাহা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দীপালি রানী ঘোষ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নুর ইসলাম, কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হায়াত আলী মন্ডল, বিশিষ্ট সাহিত্যিক সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলার শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহাম্মাদ উল্লাহ বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউপ, বীর মুক্তিযোদ্ধা শেখ অজিহার রহমান, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরঊল্লা ইব্রাহিম, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী জেবুন নাহার জেবু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা কলেজের ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান, হাজী তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসা সুপার শেখ শফিউল্লাহ, কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি এম আবু আব্দুল্লাহ ও সৈয়দ মমিনুর রহমান, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কণিকা সরকার, কালিগঞ্জ সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গঙ্গা রানী, সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল আমিন, কালিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ইনচার্জ মোঃ হারুন, এনজিও প্রতিনিধি উত্তরণের সেন্টার ম্যানেজার আলমগীর হোসেন ও মিশন মহিলা সংস্থার পরিচালক শেখ আব্দুল্লাহ আল হাসান প্রমূখ। সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, স্কুল কলেজের শিক্ষক, সুধী, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ আলোচনা সভা ও সন্ধ্যায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জালন করা হবে। এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের শুভ সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮ টায় বিজয়াস্তম্বে পুষ্প মাল্য অর্পণ, সকাল ৯ টায় উপজেলা মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন। এরপর কুচকাওয়াজ, বীর মুক্তিযুদ্ধের সংবর্ধনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। বিকালে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও উপজেলা লেডিস ক্লাবে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এছাড়া বিজয় দিবস উপলক্ষে হাসপাতাল এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন বিশেষ প্রার্থনাসহ অন্যান্য কর্মসূচি গৃহীত হয়েছে।
অনুষ্ঠান বাস্তবায়নে বেশ কয়েকটি উপকমিটি গঠন করা হয়।