ঢাকা৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশাল-৪ আসনে নৌকা প্রতীক এর মনোনয়ন পত্র দাখিল সম্পন্ন

বার্তা বিভাগ
নভেম্বর ২৯, ২০২৩ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

হিজলা(বরিশাল)প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বরিশাল-৪ আসনের আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র হিজলা উপজেলায় উৎসব মুখর পরিবেশে দাখিল সম্পন্ন হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল -৪ আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনীত করেন কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদকে।

তাই বুধবার বেলা ২ টার সময় হিজলা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে উৎসবমুখর পরিবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর মনোনয়নপত্র দাখিল সম্পন্ন করেন।

পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, মাননীয় প্রদানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক উপহার দিয়েছে।

আমি নৌকা প্রতীকের মান রক্ষায় সব সময় নিরোলস ভাবে কাজ করবো ইন্শাল্লাহ্। তখন তিনি নেতাকর্মীদের উদেশ্য বলেন, কেউ কোনো প্রকার সহিংসতায় জরাবেন না যদি জরান তা হলে হলে তার দায় আমি নিবোনা।

যারা অন্যায় কাজ করবে তাদের পাশে আমি নেই।

তিনি আরো বলেন যারা অন্যায় কাজ করবে তাদের প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। যদি আগামী ৭ই জানুয়ারি নির্বাচনে আমি জয়লাভ করি তা হলে এই অবহিলিত জনপদের আর্তসামাজিক উন্নয়নে কাজ করবো।

উল্লেখ্য গত ১০ বছর বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক পংকজ নাথ এই আসনে এম পি ছিলেন।

তার বিরুদ্ধে দলীয় শৃঙ্গলাভঙ্গের ব্যাপক অভিযোগ উঠে।

তাই বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি গত বছর তাকে দলের সকল পদ পদবী থেকে অব্যাহতি দেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীক থেকে তাকে বাদ দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]