আনোয়ার হোসেন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জিল্লুর রহমান (১৮) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জিল্লুর রহমান উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার (২৭ নভেম্বর) বাড়ির সবার অজান্তে নিজ শয়নঘরের ধর্ণার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে জিল্লুর রহমান আত্মহত্যা করে। পরে খবর পেয়ে বিকেলে থানা পুলিশের এসআই আবু তালেব সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন পূর্বক লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
ইউপি চেয়ারম্যান কনক কুমার গোস্বামী জানান, প্রেম ঘটিত কারণে অভিমান করে জিল্লুর রহমান তার শয়নঘরের ধর্ণার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তিনি শুনেছেন।
সুন্দরগন্জ থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: [email protected]