বাংলাদেশের সনাতন রাজনৈতিক ধারায় ব্যাপক পরিবর্তন ঘটিয়েছে আ’লীগ। ত্যাগী নেতাদের পরিবর্তে কিছু সংখ্যক আসনে সুযোগ দেয়া হয়েছে শিল্পীদের। মাশরাফির-মমতাজের ও সুবর্ণা মুস্তফার পর এবার সাকিব আল হাসান ও ফেরদৌস।
যদিও বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এমপি মানে একজন ত্যাগী দলীয় নেতা। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও দ্বাদশ সংসদ নির্বাচনে বেশ পরিবর্তন এনেছে আ’লীগ।
যা রাজনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমন সিদ্ধান্তের ফলে যোগ্যরা সংসদের যাবার সুযোগ পাবেন। পাশাপাশি জাতীর জন্য সাফল্যের নতুন দিক উন্মোচন করবেন। যার ফলে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি বহুগুণ বৃদ্ধি পাবে।
অপরদিকে অযোগ্য ও অসাদু পেশাদার রাজনীতিবিদরা অন্য পেশায় যুক্ত হবার চেস্টা করবেন।
ফলে ক্ষমতার অপব্যবহার, রাজনীতিতে সন্ত্রাসী কার্যকলাপ ও সংঘাত অনেকটাই কমে আসবে। উন্নত রাজনীতি চর্চার পথ প্রসস্থ হবে।