ঢাকা১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সনাতন রাজনৈতিক ধারায় ব্যাপক পরিবর্তন এনেছে আ’লীগ

বার্তা বিভাগ
নভেম্বর ২৬, ২০২৩ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের সনাতন রাজনৈতিক ধারায় ব্যাপক পরিবর্তন ঘটিয়েছে আ’লীগ। ত্যাগী নেতাদের পরিবর্তে কিছু সংখ্যক আসনে সুযোগ দেয়া হয়েছে শিল্পীদের। মাশরাফির-মমতাজের ও সুবর্ণা মুস্তফার পর এবার সাকিব আল হাসান ও ফেরদৌস।

যদিও বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এমপি মানে একজন ত্যাগী দলীয় নেতা। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও দ্বাদশ সংসদ নির্বাচনে বেশ পরিবর্তন এনেছে আ’লীগ।

যা রাজনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমন সিদ্ধান্তের ফলে যোগ্যরা সংসদের যাবার সুযোগ পাবেন। পাশাপাশি জাতীর জন্য সাফল্যের নতুন দিক উন্মোচন করবেন। যার ফলে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি বহুগুণ বৃদ্ধি পাবে।

অপরদিকে অযোগ্য ও অসাদু পেশাদার রাজনীতিবিদরা অন্য পেশায় যুক্ত হবার চেস্টা করবেন।
ফলে ক্ষমতার অপব্যবহার, রাজনীতিতে সন্ত্রাসী কার্যকলাপ ও সংঘাত অনেকটাই কমে আসবে। উন্নত রাজনীতি চর্চার পথ প্রসস্থ হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]