হিজলা (বরিশাল) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ হিজলা-মেহেন্দীগঞ্জ আসনে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ কে দলীয় নৌকা মার্কায় মনোনয়ন দেওয়া হয়েছে। ফলে এলাকাজুড়ে উচ্ছ্বাস জনতার আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের চিত্র লক্ষ্য করা যায়।
রবিবার বিকাল সারে ৪ টার সময় ড. শাম্মী আহমেদ কে গণতন্ত্রের মানষ কন্যা জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন। এ সংবাদ পাওয়ার পরেই উপজেলার বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।
আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বিকাল সারে ৪ টার সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদারের নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়।
মিছিলটি খুন্না বাজার থানা সংলগ্ন ডাক বাংলো হয়ে উপজেলা সদর টেকের বাজার প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয় এসে শেষ সমাপ্ত হয় এবং সেখানে উপস্তিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন বরিশাল জেলা পরিষদের সদস্য পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মিলন,মাষ্টার ইসমাইল হোসেন, আবদুল লতিফ খান,যুগ্ন সাধারন সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সিকদার,সাংগঠনিক সম্পাদক কাজী কামরুজ্জামান সাইলু,উপজেলা কৃষকলীগের সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টু, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা ইসলাম তুহিন, যুবলীগের সভাপতি মিজানুর রহমান সরদার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল ইসলাম রায়হান, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সৈয়দ তানভীর হোসেন মীর সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।