মো.বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার :-
নোয়াখালীর চাটখিলে আজ শনিবার (২৫ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন করা হয়। এতে র্ভাচুয়াল ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে বক্তব্য রাখেন, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিম।
চাটখিল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফারুক ছিদ্দিকী ফরহাদ এর সঞ্চালনায় ও চাটখিল প্রেস ক্লাবের সভাপতি শোয়েব হোসেন ভুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক বাংলাদেশ বুলেটিনের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আমান উল্যা।
বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মেহেদী হাসান রুবেল ভুঁইয়া। নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আহসান হাবীব সমীর, মফস্বল সাংবাদিক ফোরাম চাটখিলের সভাপতি দিদার উল আলম, চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর,চাটখিল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মামুন হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ইয়াছিন চৌধুরী, দৈনিক কালবেলার আবুল কালাম আজাদ, নয়াদিগন্তের আক্তার হোসেন,সাংবাদিক স্বপন পাটওয়ারী, প্রমুখ।
দৈনিক বাংলাদেশ বুলেটিন এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তারা সাংবাদিকদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যতে এমন আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের আবারো মিলনমেলা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাটখিলে কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।