সাংবাদিকতাকে বস্তুনিষ্ঠ করতে এক মহৎ উদ্যোগ গ্রহণ করেছে “দ্যা সোশ্যাল টাইমস্”। সাংবাদিকতার উপর (সম্পূর্ণ ফ্রি) মৌলিক প্রশিক্ষণ। যা সরাসরি ”দ্যা সোশ্যাল টাইমস” এর নিউজরুম এডিটরদের মাধ্যমে পরিচালনা করা হবে।
অল্প সময়ের মধ্যে নিউজ স্ক্রিপ্ট তৈরি করা, নিউজের জন্য ছবি বা ভিডিও , নিউজ সংগ্রহ , সাক্ষাৎকার , লাইভ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ আইন সংক্রান্ত ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে মৌলিক প্রশিক্ষণ।
প্রতি শুক্রবার রাত ৬ :৩০ টায় অনলাইনের মাধ্যমে ক্লাস নেয়া হবে। থাকছে মোট ৮টি ক্লাস। আগ্রহী যে কোন ব্যক্তি চাইলে এ প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারেন।
অনলাইন ক্লাসটি জুম মিটিং সিস্টেমে হবে, তাই যাদের অনলাইন মিটিং সম্পর্কে ধারণা নেই তারা প্রথমে বিষয়টি জেনে নিতে হবে। অতপর নিচের প্রদত্ত নাম্বারে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিষ্ট্রেশনের জন্য কোন ফি প্রযোজ্য নয়।
রেজিষ্ট্রেশন সম্পন্ন হওয়ার পর একটি রোল নাম্বার দেয়া হবে এবং ক্লাসে জয়েন করার জন্য একটি লিংক দেয়া হবে।
আগ্রহী ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন- এস এস সি/ দাখিল (মাধ্যমিক) পাশ। আগ্রহীকে নিচের প্রদত্ত হটসএ্যাপ নাম্বারে সিভি, জতিয় পরিচয় পত্রের কপি এবং এক কপি রঙিন ছবি পাঠাতে হবে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ০১৭৪৬-৭৬৫৭৯৩ (whatsapp)