ঢাকা২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তেরশ্রী ট্রাজেডি দিবস পালিত

বার্তা বিভাগ
নভেম্বর ২২, ২০২৩ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:

আজ সেই ভয়াল ২২ নভেম্বর! আজ থেকে ৫২ বছর আগে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন এই দিনে পাক হানাদার বাহিনী ও এদেশীয় দোসরদের পরিকল্পিত পৈশাচিক হামলায় তৎকালীন তেরশ্রী স্টেটের জমিদার বাবু সিদ্ধেশ্বর প্রসাদ রায় চৌধুরী ও তেরশ্রী কলেজের অধ্যক্ষ আতিউর রহমান সহ ৪৩ জন নিরীহ মানুষ নিহত হন। সুজলা সুফলা শস্য শ্যামলা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা তেরশ্রী গ্রামের ঘুমন্ত নারী-পুরুষ, শিশু, আবাল বৃদ্ধ বনিতার উপর নৃশংস হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। রাতভর ( প্রায় ৭ ঘন্টা) নিরীহ মানুষের উপর এমন হত্যাযজ্ঞে তেরশ্রী গ্রাম যেন মৃত্যু পুরীতে পরিণত হয়। আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। ঘাতকদের গোলা-বারুদ ও বেওনেটসহ সমর অস্ত্রের শব্দে আশপাশের এলাকায় আতঙ্কিত-প্রকম্পিত হয়ে ওঠে। হত্যাযজ্ঞ শেষে ভোরের দিকে এদেশীয় দোসরদের সক্রিয় সহযোগিতায় নির্বিঘ্নে আনন্দ উৎফুল্ল করতে করতে ক্যাম্পে চলে যান পাকিস্তানি আর্মি। এমন বর্ণনা করে গণমাধ্যমের কাছে বর্বরোচিত ওই কাল রাত্রের লোমহর্ষ বর্ণনা তুলে ধরেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সহ প্রবীণ এলাকাবাসী। তারা বলেন ওই রাতে ঘুমন্ত মানুষকে গুলি করে ও বেওনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে এবং আগুনে পুড়ে হত্যা করেছে পাক হানাদার বাহিনী।

এদিকে তেরশ্রী ট্রাজেডিতে নিহতদের স্মরণে বুধবার (২২ নভেম্বর) সকালে তেরশ্রী স্মৃতিফলকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আক্তার। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনসহ বিভিন্ন স্তরের সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ, প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও শেষ্বাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

ভয়ংকর কালো রাত্রির সেই লোমহর্ষ ঘটনার বর্ণনা করে মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ -সভাপতি বিশিষ্ট সাংবাদিক এ বি খান বাবু বলেন, পৈশাচিক হত্যাযজ্ঞের ৫২ বছর পেরিয়ে গেলেও নিহতদের স্মরণে এখনো সেরকম কোন কিছু করা হয়নি। তাদের পরিবারের সদস্যদের কেউ খোঁজখবর রাখেন না। তেরশ্রী জমিদার স্টেটের বর্তমান উত্তরাধিকারী বাবু শমেশ্বর প্রসাদ রায় চৌধুরী এখনো বেঁচে আছেন। তবে জমিদার পুত্র এখন মানবেতর জীবনযাপন করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com