ঢাকা১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাইবান্ধার চরাঞ্চলে ঘোড়ার গাড়ীতে যোগাযোগ বিপ্লব

বার্তা বিভাগ
নভেম্বর ২২, ২০২৩ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার চরাঞ্চলে জনপ্রিয় হয়ে উঠেছে ঘোড়ার গাড়ী। কেননা বর্ষা মৌসুমে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। আর শুকনো মৌসুমে একমাত্র ভরসা ঘোড়ার গাড়ী। যাতায়াত ও কৃষিপণ্য সরবরাহে ঘোড়ার গাড়ীর ব্যবহারও দিন দিন বেড়েছে। এতে সহজ হয়েছে যাতায়াত ব্যবস্থা। অন্যদিকে ঘোড়ার গাড়ী চালিয়ে আর্থিকভাবে স্বচ্ছলতা এসেছে শতাধিক পরিবারে।

তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদী দিয়ে বিচ্ছিন্ন ফুলছড়ি, সুন্দরগঞ্জ, সাঘাটা ও সদর উপজেলার প্রায় ২০টি ইউনিয়ন। পানি না থাকায় চরাঞ্চলের এসব এলাকা এখন ধু-ধু মরুভুমির মতো বালুচর। এসব দূর্গম চরাঞ্চলে নেই চলাচলের রাস্তাঘাট। মাইলের পর মাইল বালু পথে হেঁটে বিভিন্ন স্থানে যাতায়াত ও তাদের উৎপাদিত কৃষিপণ্য নিজের ঘাড়ে কষ্ট করে আনা-নেয়া করতে হতো।

স্থানীয়রা জানান, সম্প্রতি ঘোড়ার গাড়ি বদলে দিয়েছে চরাঞ্চলবাসীর চিরচেনা সেই দুভোর্গ। ধু-ধু বালু চরে সারি সারি ঘোড়ার গাড়ী চলছে চরাঞ্চলের বিভিন্ন এলাকায়। নৌকার আদলে দু’পাড়ের মানুষ পাড়ি দিচ্ছে ঘোড়ার গাড়ীতে। আগে চর থেকে বাঁশের খাটলিতে করে অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য নৌঘাটে নিয়ে আসতে হলেও, এখন অল্প সময়ে ও স্বাছন্দে আনতে পারছেন ঘোড়ার গাড়ীতে।

কৃষকরাও তাদের উৎপাদিত ফসল জমি থেকে তুলে বাড়ি ও উপজেলা সদরসহ হাট-বাজারে বিক্রি করার জন্য নদীর ঘাটে নিয়ে আসছেন ঘোড়ার গাড়ীতে করে। ফলে জেলার শস্য ভান্ডারখ্যাত এসব চরের উৎপাদিত ব্যাপক কৃষিপণ্য আনা নেয়ার ক্ষেত্রেও ঘোড়ার গাড়ী পরিবহনে বিশেষ ভূমিকা রাখছে।

আবদুর রহমান নামে এক কৃষক জানান, আগে উৎপাদিত কৃষিপণ্য বাজারে নেয়াই যেত না। এতে অনেক ফসল নষ্ট হতো। এখন ঘোড়ার গাড়ীর ব্যবহার বাড়ায় সহজেই তা বাজারে পরিবহন করা যায়।

এদিকে, যোগাযোগে ঘোড়ার গাড়ির ব্যবহার জনপ্রিয়তা পাওয়ায় এসব ঘোড়ার গাড়ি চালিয়ে স্বাবলম্বী হয়েছে প্রায় ৫ শতাধিক পরিবার। একজন ঘোড়া গাড়ী চালক প্রতিদিন আয় করছেন কমপক্ষে ৫০০-৭০০ টাকা।

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আল হাসান জানান, চরাঞ্চলে যোগাযোগ ও কৃষিপণ্য আনা নেয়ায় ঘোড়ার গাড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা যেকোনো প্রয়োজনে আসলে সব ধরনের সহযোগিতা করা হবে। জেলার ১৬৫টি চরে প্রায় ৮ শতাধিক ঘোড়ার গাড়ি চলাচল করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]