রায়হান সিদ্দিকী, বেনাপোল প্রতিনিধি:
বেনাপোলে মাদকবিরোধী অভিযানে ১কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মো. নজরুল ইসলাম (৪১) নামে একজন কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার সময় বড় আঁচড়া এমপি মার্কেটের সামনে থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়। আটক নজরুল রঘুনাথপুর গ্রামের জহর আলী সরদারের ছেলে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া এমপি মার্কেটের সামনে থেকে ১কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নজরুল ইসলামকে আটক করা হয়। উদ্ধার গাঁজার মুল্য ৬০ হাজার টাকা।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, প্রতিদিনের ন্যায় আজও মাদকবিরোধী অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: [email protected]