ঢাকা১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চাটখিলে সানলাইফ ইন্সুরেন্স কোম্পানীর অফিস সিলগালা

বার্তা বিভাগ
নভেম্বর ১৫, ২০২৩ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মোহাম্মদ বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার :-
গ্রাহকদের হয়রানি ও বিভিন্ন অনিয়মের দায়ে বুধবার (১৫ নভেম্বর) চাটখিল পৌর শহরের আজিজ সুপার মার্কেটের ৪র্থ তলায় অবস্থিত সানলাইফ ইন্সুরেন্স কোম্পানীর অফিস সিলগালা করা হয়েছে।

চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া জানান, এই বীমা কোম্পানীর অফিস দীর্ঘদিন থেকে বীমা গ্রাহকদের মেয়াদ শেষে টাকা উত্তোলন সহ বিভিন্নভাবে গ্রাহকদের হয়রানি করে আসছে। গ্রাহকদের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি এই ব্যবস্থা গ্রহন করেছেন।

এবিষয়ে জানতে সানলাইফ ইন্সুরেন্স কোম্পানির চাটখিল অফিসের কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস অশ্রুর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন তিনি কোম্পানির প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন, কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন আগামী ( ৩১ ডিসেম্বরের) মধ্যে সকল বীমা গ্রাহকদের টাকা পরিশোধ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com