মোহাম্মদ জুয়েল রানা,স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আজ শনিবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে ১০ বি এনসিসি ব্যাটালিয়ন এর আয়োজনে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা ও স্মার্ট বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া- ৫ নবীনগর আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ এবাদুল করিম বুলবুল।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোঃ নাসির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, সহকারি কমিশনার ভূমি মাহমুদা জাহান, নবীনগর থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম।
নিবেদক ছিলেন ১০ বিএনসিসির নবীনগর প্লাটনের প্লাটুন কমান্ডার এন এম তাহসিন ভূঁইয়া রুমান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি, বিশিষ্টজনদের, এক্স ক্যাডেটদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।