ঢাকা১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শান্তির ধর্ম ইসলামের মর্মবাণী তৃণমূল পর্যায় পৌঁছে দিতে কাজ করছেন ইমামগণ – মহিউদ্দিন মহারাজ।

বার্তা বিভাগ
নভেম্বর ৯, ২০২৩ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

মোঃশাজু রহমান, ভান্ডারিয়া প্রতিনিধি:

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী, নেছাড়াবাদ) আসনে আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ বলেছেন, ইমাম-মুয়াজ্জিনরা হচ্ছেন সমাজের সবচেয়ে সম্মানীয় ব্যক্তি।

সমাজ পরিবর্তন করতে ইমাম মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিটি গ্রাম ও পাড়া মহল্লায় ইমামরা নেতৃত্ব দেন।

তারা নেতাদের নেতা। ‘শান্তির ধর্ম ইসলামের মর্মবাণী তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে কাজ করছেন ইমামগণ। বৃহস্পতিবার সকাল ১১ টায় ভান্ডারিয়া শেখ কামল পৌর আডিটরিয়ামে সংসদ নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সকল মসজিদের ইমামদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে ইসলামের প্রচারে বঙ্গবন্ধু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্বাধীনতার পর ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা, মাদরাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা, টঙ্গীতে বিশ্ব ইজতেমার জায়গার ব্যবস্থা করা সহ অসংখ্য ক্ষেত্রে উদ্যোগ গ্রহন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ইসলামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথ অনুসরণ করে শেখ হাসিনা সারাদেশে ৫৭০টি মডেল মসজিদ নির্মাণের করেছেন। আমরা চাই আমাদের মানুষ শান্তিতে বসবাস করুক।

এদেশকে সমৃদ্ধ ও উন্নয়নে আজ আমরা শান্তিতে বসবাস করতে পারছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসন থেকে আমি নির্বাচন করবো। আপনারা ভোটে দিয়ে আমাকে নির্বাচিত করলে আমি আপনাদের সেবা করার সুযোগ পাব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমি নিজেকে উৎসর্গ করাবো।

ভান্ডারিয়া উপজেলা ইমাম সমিতির সভাপতি জাকারিয়া আল ফরিদি এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু, জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক মন্টু হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মৃধা, টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ হাফিজুর রশিদ তারেক, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, মজিবুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য লিয়াকত হোসেন তালুকদার, উপজেলা যুব লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, ইমাম হাফেজ মাওলানা আব্দুর রহিম, মাওলানা গোলাম আজম, মাওলানা আশ্রাফ আলী, মাওলানা মুসাইয়িব, মাওলানা রফিকুল ইসলাম প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com