তাপস মজুমদার,(স্টাফ-রিপোর্টার) সাতক্ষীরাঃ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। ৬ নভেম্বর সোমবার উপজেলা পরিষদ উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রশিক্ষণ অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আশিষ কুমার।
প্রধান আলোচক ছিলেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান। প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন যুব কাউন্সিল সদস্য, যুুব সংগঠক,প্রশিক্ষিত ও আত্মকর্মী যুব। এই প্রশিক্ষণের মাধ্যমে যুবদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবক মূলক কাজে ভূমিকা রাখতে পারবে বলে আশা প্রকাশ করেন।