তাপস মজুমদার,(স্টাফ-রিপোর্টার)সাতক্ষীরাঃ
কালিগঞ্জের কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমি হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমির আহ্বায়ক কমিটি সভাপতি রহিমা সুলতান বুশরা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ফজলুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সিনিয়র সহ সভাপতি সাঈদ মেহেদী। ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, উপজেলা মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল এর সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, কৃষ্ণনগর চেয়ারম্যান সাফিয়া পারভীন, এ্যাড, শেখ মোজাহার হোসেন কান্টু, কৃষ্ণনগর আ’লীগের সভাপতি মোস্তফা মনিরুজ্জামান মন্টু, সাধারণ সম্পাদক নুর আহমেদ সুরুজ প্রমুখ।
অভিভাবক সদস্যের মধ্যে বক্তব্য রাখেন বাবু সুশান্ত কুমার ঘোষ, শিক্ষক ইয়াছিন আলী, শিক্ষক মিজানুর রহমান, আসফারুকুজ্জামান, ডা কামাল হোসেন, ডা আয়ুব হোসেন, বন্ধন এর পরিচালক আলমগীর হোসেন, শিক্ষক আফজাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক প্রশান্ত কুমার রায়।