ঢাকা১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় জাতীয় ইঁদুর নিধন অভিযান/২০২৩ উদযাপনে র‍্যালি ও আলোচনা সভা

বার্তা বিভাগ
নভেম্বর ৫, ২০২৩ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ “ইঁদুরের দিন শেষ,গড়বো সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোববার (৫ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় ইঁদুর নিধন অভিযান/২০২৩ উদযাপনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় থেকে বের হয়ে রেল ওয়ে স্টেশন পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে এসে শেষ হয়।

এরপর গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) রাজেন্দ্র নাথ রায় এর সভাপতিত্বে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিডিএই) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে মুল প্রবন্ধ উপস্থাপণ করেন, গাইবান্ধা সদর উপজেলার ইউএও শাহাদৎ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) সুশান্ত কুমার মাহাতো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গাইবান্ধা বীজ প্রত্যয়ন এজেন্সি’র জেলা বীজ প্রত্যায়ন অফিসার কামরুজ্জামান।
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিসার রেজা-ই-মাহমুদ, সাঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হারুনুর রশিদ, সাঘাটা উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ওয়ালিউর রহমান, গাইবান্ধা সদর উপজেলার খিদির এলাকার কৃষক বিষ্ণু ঘোষ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]