ঢাকা১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসরায়েল কর্তৃক অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা, নিহত ১৫

বার্তা বিভাগ
নভেম্বর ৫, ২০২৩ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আল শিফা হাসপাতালের অ্যাম্বুলেন্স লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ১৫ বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া যায়।

তবে কোন স্থানে অ্যাম্বুলেন্সে হামলা চালানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি ইসরায়েল।

অন্যদিকে, ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি বিবৃতিতে এক্সে (টুইটার) থেকে জানা যায়, আল শিফা হাসপাতালমুখী অ্যাম্বুলেন্স বহর লক্ষ্য করে দু’টি হামলা চালায় ইসরায়েল।

এর মধ্যে একটি হামলা চলানো হয় হাসপাতাল থেকে এক কিলোমিটার দূরে, অন্যটি চালানো হয় হাসপাতালের ঠিক ফটকের সামনে। মূলত রোগীদের বাড়ি পৌঁছে দিয়ে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে।
এই ক্ষেপণাস্ত্র হামলার ১৫ বেসামরিক নাগরিক প্রাণ হারায়-এমনটি জানিয়েছে রেড ক্রিসেন্ট । সূত্র: বিবিসি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com