ঢাকা২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় মহিলাদলের মিছিল, সড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর

বার্তা বিভাগ
নভেম্বর ২, ২০২৩ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী অবরোধের তৃতীয় দিনে গাইবান্ধায় মিছিল নিয়ে সড়ক অবরোধ করে গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা ১২টার দিকে গাইবান্ধা শহরতলীর কদমতলা এলাকায় গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের ব্যানারে কদমতলা এলাকা থেকে মিছিল বের করা হয়। মিছিলটি নিয়ে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়ক অবরোধ করে রাখে তারা। এ সময় লাঠি হাতে মিছিলের সামনে থেকে একজন যুবদলের নেতা বেশকিছু ব্যাটারিচালিত ইজিবাইক ও সিএনজি চালিত অটো রিক্সা ভাংচুর করতে দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পিকেটাররা পালিয়ে যায়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “কয়েকটি অটোর গ্লাস ভাংচুরের ঘটনা ঘটেছে শুনলাম। তবে এ ব্যাপারে এখনও বিস্তারিত জানি না।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com