মোহাম্মদ জুয়েল রানা, স্টাফ রিপোর্টার, ব্রাক্ষণবাড়িয়া:
যুব উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগান নিয়ে জাতীয় যুব দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে যবু রেলি যুব ঋণের চেক বিতরণ, সনদপত্র প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যৌব উন্নয়ন কর্মকর্তা মনজুরুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আবু কাউসার, নবীনগর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিঠু সূত্রধর পলাশ, আলোচনা সভাশেষ যুব ঋণের চেক বিতরণ, যুব সংগঠনের নিবন্ধন সনদ প্রদান, যুব প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়। সফল আত্মকর্মী হিসেবে একজনকে সম্মাননা ক্রেস্ট, সফল যুব সংগঠক একজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন আমাদের বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ গুলির মধ্যে একটি উপজেলাতে যুব প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা, লেখাপড়ার পাশাপাশি কারিগরি দক্ষতা, কারিগরি প্রশিক্ষণ প্রদান, সফল উদ্যোক্তা তৈরি করা এবং সফল যুবকদের মাঝে ঋণ বিতরণ করা।
সরকারি ঋণ নিয়ে ঘরে বসে না থেকে ঋণের টাকা কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে হবে তাহলে আপনার পরিবার উপজেলা এবং দেশ উপকৃত হবে। সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন সফল মানুষের সফলতার গল্প শুনতে সকলেরই ভালো লাগে, আজ যেরকম সফল মানুষদের কথা শুনলাম প্রত্যেকেই নিজেদের পরিশ্রমের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে, আমরা যারা প্রবাসে গমন করি আমরা যদি যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করে কারিগরি দক্ষতা বৃদ্ধি করতে পারি তাহলে বিদেশে যেয়ে আমরা অনেক কম পরিশ্রমে বেশি টাকা উপার্জন করতে পারব। তাই সকলকে লেখাপড়ার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেন।