আনোয়ার হোসেন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচীর মধ্য ছিল বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা,যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ।
বুধবার (১লা নভেম্বর) এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কাওছার হাবীব এর সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আব্দুল ওয়াহাব এর সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: সাহারিয়া খাঁন বিপ্লব। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ মতিউল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: শহিদুল্লাহেল কবির ফারুক প্রমূখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউনিয়নের যুব প্রশিক্ষণার্থী,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।