ঢাকা২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় যুব দিবস উদযাপন

বার্তা বিভাগ
নভেম্বর ১, ২০২৩ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচীর মধ্য ছিল বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা,যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ।

বুধবার (১লা নভেম্বর) এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কাওছার হাবীব এর সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আব্দুল ওয়াহাব এর সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: সাহারিয়া খাঁন বিপ্লব। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ মতিউল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: শহিদুল্লাহেল কবির ফারুক প্রমূখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউনিয়নের যুব প্রশিক্ষণার্থী,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com