ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে বিএনপি -পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া, গ্রেফতার ৫

বার্তা বিভাগ
অক্টোবর ৩১, ২০২৩ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:
টানা ৩ দিন অবরোধ কর্মসূচির প্রথম দিন মানিকগঞ্জে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের অদূরে সদর উপজেলার দিঘী মানরা এলাকায় সংঘটিত এই সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা দিগ্বিদিক ছোটাছুটি করে।
জানাগেছ, কেন্দ্র ঘোষিত অবরোধ কর্মসূচি পালনের লক্ষে সকালে মানিকগঞ্জ জেলা বিএনপি একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মহাসড়কে প্রবেশের চেষ্টা করলে পুলিশি বাধা দেয়। বাধা উপেক্ষা করে মহাসড়কে ওঠার চেষ্টা করলে পুলিশ মিছিলের ওপর লাঠিচার্জ ও ফাঁকা ফায়ার করে। পন্ড হয়েছে যায় বিএনপি’র অবরোধ কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজিত বিক্ষোভ মিছিল। এ সময় বিএনপি’র পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, অবরোধের নামে যেকোনো ধরনের নাশকতা রোধে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সরকার দলীয় নেতাকর্মীরা সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান কর্মসূচি পালন করেন। নেতাকর্মীরা বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে মিছিল সমাবেশ ও মোটরসাইকেল শোভাযাত্রা করেন।
অবরোধের প্রথম দিন ঢাকা- আরিচা মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও গণপরিবহন চলেছে অপেক্ষাকৃত কম। যাত্রী সাধারণ রিকশা ভ্যান প্রাইভেটকার ও মালবাহী ট্রাক যোগে গন্তব্য যেতে দেখা গেছে। তবে মালবাহী হালকা ও মাঝারি যানবাহন চলেছে। হেমায়েতপুর- সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চিত্রও ছিল একই রকম। অফিস-আদালত, দোকান-পাট, হোটেল-রেস্তোরাঁ রীতিমতো খোলা ছিল। তবে জনসমাগম ছিল অন্যান্য দিনের তুলনায় অনেকাংশে কম।
জেলা বিএনপি সূত্র জানিয়েছে, বিএনপি’র অবরোধ কর্মসূচি উপলক্ষে আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেয়। এ সময় ৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুর রউফ সরকার জানান, ঢাকা আরিচা মহাসড়কের তরা এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরো জানান, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান এর দিকনির্দেশনায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।
যেকোনো ধরনের নাশকতা রোধে গুরুত্বপূর্ণ জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সড়ক মহাসড়কে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]