ঢাকা১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় ব্যতিক্রম ধর্মী উদ্যোগ, বই ঘর সেলুন পাঠাগার উদ্বোধন

বার্তা বিভাগ
অক্টোবর ৩১, ২০২৩ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ সেলুনে আসা অপেক্ষমাণ গ্রাহকদের বই পড়ায় উৎসাহিত করতে ফুলছড়ি উপজেলায় বই ঘর সেলুন পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
গত রোববার গাইবান্ধার এক টাকার মাস্টারখ্যাত প্রবীণ শিক্ষক মোঃ লুৎফর রহমান ফুলছড়ি উপজেলা মদনের পাড়া এলাকায় অলি হেয়ার কাটিং সেলুনে এ পাঠাগারের উদ্বোধন করেন।
এসময় বই ঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ মেহেদী হাসান, কোষাধ্যক্ষ মোঃ নিশাদ বাবু, মোঃ ফুয়াদ হাসান, মোঃ সাগর মিয়া, মোঃ রবিউল ইসলাম, মোঃ ফারদিন, সেলুন মালিক ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
সেলুনের মালিক ওমর ফারুক বলেন, আমার সেলুনে অধিকাংশ যুবকেরা চুল কাটাতে ও শেভ করতে আসে। যখন লম্বা সিরিয়াল থাকে তখন ফোন টিপে ও গেম খেলে সময় নষ্ট করে। আমার সেলুনে বই ঘর সেলুন পাঠাগার স্থাপন করতে চাইলে আমি সম্মতি দেই। যুব সমাজকে আলোকিত করতে হলে বই পড়ার বিকল্প নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com