জেলা প্রতিনিধি: মেরাজ হোসাইন।
রোববার রাতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে নরসিংদীর শেখেরচর বাবুরহাটের ১০০ স্থায়ী দোকানসহ মোট ১৫০টি দোকান। ক্ষতির পরিমাণ এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
বাবুরহাটের পাইকারি কাপড়ের জমজমাট বাজারটি ৩ ঘণ্টার অগ্নিতাণ্ডবে এখন বিধ্বস্ত৷ অর্ধপোড়া কাপড়ের টুকরো থেকে ২-১ পিস ভালো আছে কিনা বাছাই করছেন ব্যবসায়িরা। নিঃস্ব হয়েছেন অন্তত ২ শত ব্যবসায়ী।
পুঁজি হারিয়ে বাকরুদ্ধ তারা। প্রতি দোকানে লুঙ্গি, শাড়ি, থ্রি পিস ছিলো ২৫ লাখ থেকে কোটি টাকার। আগুন নেভাতে ছোটাছুটির ক্লান্তি আর বিপুল পরিমাণ ক্ষতির হিসেবে ব্যবসায়ীদের কপালে দুশ্চিন্তার ভাজ৷শেখেরচর বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের খোঁজ খবর নিতে যান ,
নরসিংদী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা পীরজাদা কাজী মোহাম্মদ আলী।
এই সময় উপস্থিত ছিলেন,
বিভাগীয় কমিশনার মহাদয়, আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার,
জেলা আওয়ামীলীগ এর সভাপতি জি,এম,তালেব হোসেন।