আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সাটুরিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে সাটুরিয়া থানা পুলিশ।
বুধবার (২৫ অক্টোবর) রাতে সাটুরিয়ায় বালিয়াটি ইউনিয়নের হাজীপুর এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্ত্রী হত্যার অভিযোগে সাটুরিয়া উপজেলার বালিয়াটি হাজীপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে শিবলু ভূঁইয়াকে (৩৬) আটক করা হয়েছে। শিবলু পেশায় ভ্যান চালক। তার স্ত্রী উজালা আক্তার (২৪) ধামরাইয়ের একটি পোষাক কারখানার কর্মী ছিলেন। বুধবার রাতে পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী শিবলু ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে উজালাকে বেধড়ক মারধর করলে উজালা মারা যান।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্বামী শিবলু ভুইয়াকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন