আমিনুল ইসলাম, মানিকগঞ্জে:
ঢাকা আরিচা মহাসড়কের তরা এলাকায় স্বপ্ন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো জ -১১০০০১৭৫) পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছে যাত্রীবেশী দুর্বৃত্তরা। খবর পেয়ে মানিকগঞ্জের পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় কল বাহিনী বাসের আগুন নিয়ন্ত্রণ আনে। বাসটি গোলড়া হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, রোববার (২৯ অক্টোবর) সকাল ৯ টায ঢাকা- আরিচা মহাসড়কের তরা নামক স্থানে এই অগ্নি সংযোগের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
বাস চালক আনোয়ার হোসেন জানান, দুর্বৃত্তরা বানিয়াজুরী বাস স্ট্যান্ড থেকে যাত্রী সেজে আমার বাসে উঠে। বাকিরা ঘটনাস্থলে অবস্থান করে। বাসটি তরা এলাকায় পৌঁছার পরপর সাধারণ যাত্রীদের নামিয়ে পেট্রোল ঢেলে আমার বাসে আগুন ধরিয়ে দেয়। বাসে ৫০/৬০ জন যাত্রী ছিল। ফায়ার সার্ভিস প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হলেও ততক্ষণ বাসটি পুড়ে ছাই হয়ে যায়।
মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুর রউফ সরকার জানান, আরিচা থেকে ছেড়ে আসা স্বপ্ন পরিবহনের একটি বাসে অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার কাজে ঘটনাস্থলে ছুটে আসে। ঢাকা আরিচা মহসড়কসহ অন্যান্য সংযোগ সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে ওই বাসের কোন যাত্রী কিংবা শ্রমিক হতাহত হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মানিকগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান জানান, খুব দ্রুত দুর্বৃত্তদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।