খান আতাউর রহমান, উপজেলা প্রতিনিধি- রাজবাড়ী :
রুপসা ফুড এন্ড কনজ্যুমার প্রোডাক্টস লিঃ ডিলার দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে পন্য না দিয়ে বিভিন্ন রকম তালবাহানা করে। এমনই এক ডিলারের সন্ধান পাওয়া গিয়েছে। যার নাম মেসার্স বিশ্বাস এন্টারপ্রাইজ, প্রোপাইটার মোঃ আব্দুস সামাদ বিশ্বাস,ঠিকানা:- চরেরহাট মেইন রোড, আলম নগর খালিশপুর খুলনা।
রুপসা ফুড এন্ড কনজ্যুমার প্রোডাক্টস লিঃ যার ঠিকানা:- আরএকে টাওয়ার, লেভেল ১১,১/এ জসিমউদদীন এভিনিউ, সেক্টর -৩ উত্তরা ঢাকা- ১২৩০। বর্তমান তাদের প্রোফাইলের যে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে, তাতে ঠিকানা ব্যবহার করা হচ্ছে, রেড টাওয়ার সেক্টর -৩ জসিম উদ্দিন এভিনিউ, লেভেল-১১ উত্তরা ঢাকা, এর মোবাইল নং০১৩১৬-১১০৩৩৬, ০১৯৭৩-৩০০৬০০, ০১৭১৬-৯৯৯২৮১, ০১৮১১-৬৩০১৫৮, ০১৭১৯- ৬৭৫২৫ ।
ভুক্তভোগী থেকে গত ২২/০১/২০২২ইং জেনারেল ম্যানেজার মাহাতাব, ৮৮০০/ (আট হাজার আট শত) টাকা ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং ও বিকাশের মাধ্যমে পণ্য পাঠানোর কথা বলে নিয়েছেন। কিন্তু দীর্ঘ ১ বছর ১০ মাস অতিবাহিত হয়ে গেলেও উক্ত প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার পণ্য দেওয়া তো দূরের কথা এখন পর্যন্ত কোন টাকা পয়সাও ফেরত দেয় নি। রুপসা ফুড এন্ড কনজ্যুমার্স প্রোডাক্টস এর জেনারেল ম্যানেজার মাহাতাব এর সাথে মেসার্স বিশ্বাস এন্টারপ্রাইজ প্রোপাইটার মোঃ আব্দুল সামাদ বিশ্বাসের সাথে টাকা পয়সা দেওয়ার সময় কথা হয় যে, আপনার পণ্যের দাম হয়েছে মোট ১,৬৫,৮০০/ টাকা। বুকিং এর জন্য আপনি ৮,৮০০/ টাকা পাঠাতে হবে। আর বাকি ১,৫৭,০০০/ টাকা আমাদের নিজস্ব পরিবহন পণ্য নিয়ে যাবার পর আপনি আপনার পণ্য বুঝে নিয়ে বাকি টাকা আমাদের পরিবহনে কোম্পানির প্রতিনিধি থাকবে- তার কাছে বুঝিয়ে দিবেন।
সেই অনুযায়ী কোম্পানির তরফ থেকে মেসার্স বিশ্বাস এন্টারপ্রাইজ এর হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি চালান কপি পাঠানো হয়। কিন্তু মেসার্স বিশ্বাস এন্টারপ্রাইজ কে আজ পর্যন্ত কোন প্রকার পন্য ডেলিভারি দেওয়া হয়নি বা টাকাও ফেরত দেয় নি। এমন অবস্থায় মেসার্স বিশ্বাস এন্টারপ্রাইজের মালিক এর সাথে কথা হলে তার দেওয়া মোবাইল নাম্বারে ফোন করা হলে অধিকাংশ নাম্বার বন্ধ পাওয়া যায়। তার মধ্যে ০১৩১৬-১১০৩৩৬ নাম্বারে রিং বাজলেও রিসিভ করা হচ্ছে না।
এ পরিস্থিতিতে ভুক্তভোগী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন- যাতে এরকম ভুয়া কোম্পানির বিরুদ্ধে অতি শীঘ্রই আইনি ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আর কোন ব্যক্তি যেনো এরকম ভুয়া কোম্পানির কাছে প্রতারিত না হয়।