আনোয়ার হোসেন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান ওরফে মিজান(৪০) নামের ১ ব্যক্তি আটক। আটক মিজানুর রহমান ওরফে মিজান উপজেলার ভরতখালী ইউনিয়নের সাকোয়া গ্রামের রফিকুল ইসলামের পুত্র।
থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানা পুলিশের একটি দল বুধবার (২৫ অক্টোবর) দিবাগত রাত্রি আনুমানিক সোয়া ১২টায় উপজেলার ভরতখালী ইউনিয়নের সাকোয়া গ্রামের একটি কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মিজানুর রহমান ওরফে মিজান (৪০)কে আটক করে। আটক আসামীর দেহ তল্লাশি করে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) আসামি মিজানুর রহমানের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়। আসামী মিজানুর রহমান একজন কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী। সে ইতোপূর্বেও ইয়াবা সহ সাঘাটা থানা পুলিশের হাতে আটক হয়েছিল।