ঢাকা৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাইবান্ধার সাঘাটায় বীর মুক্তিযোদ্ধার স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

বার্তা বিভাগ
অক্টোবর ২৫, ২০২৩ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের দলদলিয়ায় ১৯৭১ সালের ২৪ অক্টোবর ত্রিমোহিনী ঘাটের সম্মুখ যুদ্ধে ১২ জন বীর মুক্তিযোদ্ধা শাহাদত বরণ করেন৷ তাদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভে আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ উপলক্ষ্যে, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩৩ গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন।

গাইবান্ধা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল এর সভাপতিত্বে মূল আলোচক ছিলেন, কোম্পানি টু আই সি, রোস্তম কোম্পানি, ১১ নং সেক্টর এর বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক। এসময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সম্মানিত সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]