আনোয়ার হোসেন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের দলদলিয়ায় ১৯৭১ সালের ২৪ অক্টোবর ত্রিমোহিনী ঘাটের সম্মুখ যুদ্ধে ১২ জন বীর মুক্তিযোদ্ধা শাহাদত বরণ করেন৷ তাদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভে আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ উপলক্ষ্যে, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩৩ গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন।
গাইবান্ধা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল এর সভাপতিত্বে মূল আলোচক ছিলেন, কোম্পানি টু আই সি, রোস্তম কোম্পানি, ১১ নং সেক্টর এর বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক। এসময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সম্মানিত সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।