মোঃ মামুন, ভোলা:ইলিশ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে ভোলার চরফ্যাশনের ১৩ জেলেকে ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। এ সময় মেঘনা নদী থেকে অবৈধ ৬ হাজার মিটার কারেন্ট জাল ও আনুমানিক ৩০ কেজি ইলিশ জব্দ করা হয়।
কারাদন্ডপ্রাপ্ত জেলেরা হলেন- আলম মাঝি (৫০) জীবন বেপারী (৫০) বাবুল (৪০) তৈয়ব (৩০) মজির উদ্দিন (৩০) ইউসুফ (৪৫) মোসলেউদ্দিন (৩৫) শহিদ (৪৫) আলাউদ্দিন (৩৫) জাহাঙ্গীর (৪৫) মফিজ (৩৫), লোকমান (৩৫) সবুজ (৩০)।
বুধবার দুপুর ৩ টায় আটককৃত ১৩ জনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জব্দকৃত জাল নদীর তীরে পুড়িয়ে দেয়া হয়েছে। জব্দ ইলিশ স্থানীয় একটি এতিম খানায় দেয়া হয়েছে ।
চরফ্যাশন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেক মুহিদ এই তথ্য নিশ্চিত করেছেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে খেজুর গাছিয়া মৎসঘাট এলাকা থেকে আইন অপমান্য করে নদীতে জাল ফেলে ইলিশ আহরণ করায় জেলেদের আটক করা হয়।