ঢাকা১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চরফ্যাশনে ১৩ জেলের কারাদণ্ড

বার্তা বিভাগ
অক্টোবর ২৫, ২০২৩ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মামুন, ভোলা:ইলিশ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে ভোলার চরফ্যাশনের ১৩ জেলেকে ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। এ সময় মেঘনা নদী থেকে অবৈধ ৬ হাজার মিটার কারেন্ট জাল ও আনুমানিক ৩০ কেজি ইলিশ জব্দ করা হয়।

কারাদন্ডপ্রাপ্ত জেলেরা হলেন- আলম মাঝি (৫০) জীবন বেপারী (৫০) বাবুল (৪০) তৈয়ব (৩০) মজির উদ্দিন (৩০) ইউসুফ (৪৫) মোসলেউদ্দিন (৩৫) শহিদ (৪৫) আলাউদ্দিন (৩৫) জাহাঙ্গীর (৪৫) মফিজ (৩৫), লোকমান (৩৫) সবুজ (৩০)।
বুধবার দুপুর ৩ টায় আটককৃত ১৩ জনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

জব্দকৃত জাল নদীর তীরে পুড়িয়ে দেয়া হয়েছে। জব্দ ইলিশ স্থানীয় একটি এতিম খানায় দেয়া হয়েছে ।
চরফ্যাশন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেক মুহিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে খেজুর গাছিয়া মৎসঘাট এলাকা থেকে আইন অপমান্য করে নদীতে জাল ফেলে ইলিশ আহরণ করায় জেলেদের আটক করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]