মোহাম্মদ জুয়েল রানা, (স্টাফ রিপোর্টার)-ব্রাক্ষণবাড়িয়া:
ব্রাক্ষণবাড়িয়া জেলা, নবীনগর উপজেলার নূর-ই-আলম সুমন পিতাঃ মরহুম আবদুল মজিদ মাষ্টার,গ্রামঃ ওয়ারুক, পোঃ শিবপুর,এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মঃ ০১ অক্টোবর ১৯৮০।
শিক্ষাগত যোগ্যতা: এম এ। জাতীয় বিশ্ববিদ্যালয়।
১৯৯৫ সালে শিবপুর হাইস্কুল থেকে এসএসসি পাস করে ঢাকায় বোরহানউদ্দিন কলেজে ভর্তি হন। ১৯৯৬ সালে টিভি ওয়ার্ল্ড নামে একটি থিয়েটার সংগঠনে যোগদানের মধ্যদিয়ে তার নাট্যচর্চা শুরু করেন- পরবর্তীতে যুগান্তর থিয়েটার, রাশিয়ান কালচারাল সেন্টারের ‘চেখভ থিয়েটারে’ কাজ করেন ও নাট্যপুরাণ নামে একটি থিয়েটারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে ২০১৬ পর্যন্ত কাজ করেন।
বর্তমানে “থিয়াট্রন ঢাকা” নামে একটি থিয়েটার গ্রুপ এর প্রধান নির্বাহী হিসেবে নিয়মিত মঞ্চ নাটকে অভিনয় করেন। বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত নাট্যশিল্পী, সদস্য- অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ, সদস্য- টেলিভিশন নাট্যকার ও নাট্যশিল্পী সংসদ। অভিনয়ের পাশাপাশি তিনি নাট্য পরিচালনাও করে থাকেন এবং ‘জিনিয়া’স প্রোডাকশন’ নামে একটি নাটক ও বিজ্ঞাপন নির্মাণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।
বর্তমানে নাগরিক টিভিতে ‘কিশোর গ্যাং’ ও দীপ্ত টিভিতে ‘জবা’ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। এছাড়াও তার অভিনীত মাছরাঙা ও আর টিভিতে নাটক প্রচারের অপেক্ষায় আছে। ২০১৯ সালে মুক্তি পাওয়া বহুল আলোচিত “মেড ইন বাংলাদেশ” সিনেমাতে তিনি অভিনয় করেন। যেটি বাংলাদেশ সহ প্রায় ১৫ টি দেশে একযোগে প্রচারিত হয়।
দেশ বরেণ্য অভিনেতা: আবুল হায়াৎ, কাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, মোশারফ করিম, প্রয়াত সাদেক বাচ্চু প্রমূখের সাথেও তিনি অভিনয় করেছেন।
তার সহধর্মিণী জিনিয়া আজাদও একজন থিয়েটার কর্মী ও নাট্যাভিনেতা এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত আছেন।
নবীনগরের নাট্যচর্চা বিকাশের ক্ষেত্রে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান এবং নবীনগরের মাটিতে তিন (০৩) দিনের একটি নাট্য উৎসবের আয়োজন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।