মোহাম্মদ জুয়েল রানা, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:
পরস্পরের মধ্যে সামাজিক সম্প্রীতি ও বন্ধনকে আরও শক্তিশালী করতে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে সামাজিক সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯শে অক্টোবর রোজ বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুসংহত করার লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রীতি সমাবেশে উপজেলা নির্বাহি কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম এর সঞ্চালনায়
জেলা প্রশাসক শাহগীর আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) এর মাননীয় এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো: শাহগীর আলম,পুলিশ সুপার মো:শাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো:সিরাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির উপজেলা , সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, নবীনগর থানার অফিসার ইনচার্জ, মাহবুব আলম, পৌরসভার মেয়র এডভোকেট শিবসংকর দাস, জেলা পরিষদ সদস্য মোঃ নাছির উদ্দীন, আওয়ামীলীগের সাবেক নেতা এডভোকেট সুজিত কুমার দেব, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুছা, উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক এডভোকেট বিনয় চক্রবর্তী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব সাংবাদিক সঞ্জয় সাহা, থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শ্যামা প্রসাদ চক্রবর্তী, মডেল প্রেসক্লাবে সভাপতি সাংবাদিক আবু কাউছার, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু,সহ উপজেলা সকল ইউনিয়ন এর চেয়ারম্যান মেম্বার,স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সব ধর্মের এবং বর্ণের লোক জনকে আগের মতো একসঙ্গে মিলেমিশে ধর্মীয় সম্প্রীতি বন্ধনকে সুসংহত করে নবীনগরকে একটি শিক্ষা নগরী হিসেবে সারা বাংলাদেশে সামাজিক সম্প্রীতির মডেল হিসেবে তৈরি করতে হবে।
সমাবেশে উপজেলার প্রতি ইউনিয়নের জনপ্রতিনিধি,বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতা,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সুশীল সমাজের প্রতিনিধি,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার অজস্র মানুষ উপস্থিত ছিলেন।