ঢাকা২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে চরভদ্রাসনে মানববন্ধন

বার্তা বিভাগ
অক্টোবর ১৯, ২০২৩ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি:

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে ফরিদপুরের চরভদ্রাসনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) চরভদ্রাসন সদর বাজার চত্বরের প্রধান সরকের দুই পাশে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় মাদ্রাসার ছাত্ররা ও নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেন।আয়োজন করেন উপজেলা উলামা পরিষদ।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে ছিল প্রতিবাদী ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড।

মুফতি মোঃ জাকারিয়ার সভাতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃমোতালেব হোসেন মোল্লা
,হাফেজ আব্দুল মান্নান,ব্যাবসায়ী শহীদুল ইসলাম মোল্লা,মুফতি শফিউলস্নাহ,মাওলানা জাহাঙ্গীর আলম,মাওলানা আ:জব্বার,মাওলানা মোঃজহিরম্নল ইসলাম ও মুফতি মোঃছালাহউদ্দিন প্রমুখ।
বক্তারা মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মোকাদ্দাস ও ফিলিস্থিন মুসলমানের উপর দখলদার ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গনহত্যার প্রতিবাদ জানান। এছাড়া বিভিন্ন সাহায্য সহযোগীতা নিয়ে বিশ্বের মুসলিম দেশগুলোকে ফিলিস্থন মুসলমানদের পাশে দাড়ানোর আহ্ববান জানান।
মুফতি সেলিম হুসাইন এর সঞাচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাজীডাঙ্গী মাদ্রাসার পিন্সিপাল হাফেজ নোমান মানসুর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com