ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দৌলতপুরে শেখ রাসেল দিবস পালিত

বার্তা বিভাগ
অক্টোবর ১৯, ২০২৩ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর জন্মদিন পালিত হয়েছে।

একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এম.পি ভার্চুয়ালি উপজেলা পরিষদ ভবনের ৫ম তলায় ১ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয়ে চার হাজার বর্গফুট আয়তনের জয় সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার এর ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন।

বুধবার (১৮ অক্টোবর) সকাল ৯ টায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা, সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়সহ সামজিক সংগঠন উপজেলা পরিষদ চত্তরে মুক্তমঞ্চে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে একটি বর্নাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ প্রদক্ষিণ শেষে হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইমদাদুর রহমান তালুকদার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা: শাহ আলম সিদ্দিকী, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম মোল্যা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কদ্দুস, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, দৌলতপুর প্রেসকাবের সভাপতি জালাল উদ্দিন ভিকু প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]