ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চাটখিলে মানসিক স্বাস্থ্য কেন্দ্র উদ্ভোধন

বার্তা বিভাগ
অক্টোবর ১৯, ২০২৩ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মো.বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার :
নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুর ১২ ঘটিকায় হাসপাতালের সভাকক্ষে মানসিক স্বাস্থ্য কেন্দ্র উদ্ভোধন ও প্রশিক্ষণ দেওয়া হয়।

চাটখিলে মানসিক স্বাস্থ্য কেন্দ্র উদ্ভোধনকালে উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডাক্তার খন্দকার মোশতাক আহমেদ এর সভাপতিত্বে ও আইসিডিডিআরবি-এর গবেষণা কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন,স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসি-এর প্রোগ্রাম ম্যানেজার ডাক্তার মো.শহীদুল ইসলাম শোভন।

উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ ডাক্তার তিথি আজিজ, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শহীদুল আহমেদ নয়ন, মেডিকেল অফিসার ডাক্তার নুর মোহাম্মদ, ডাক্তার তাহমিনা সুলতানা, ডাক্তার হাসান খায়ের ও ডা.মনিরুল হায়দার প্রমুখ

প্রধান অতিথি ডা.মো.শহীদুল ইসলাম শোভন তার বক্তব্যে ডাক্তারদের উদ্দেশ্যে বলেন,একজন মানসিক রোগীকে বুঝতে হবে। তার গতিবিধি আচর-আচরণ পর্যালোচনা করে ব্যবস্থা নিতে হবে,যেমন একজন গর্ভধারনী মায়ের ঘন্টায় ৬০ বার মত পরিবর্তন হতে থাকে। বাচ্চা কিভাবে হবে, কি হবে, না হবে তা নিয়ে মানসিক চাপে থাকে। তিনি এসব বিষয়ে রোগীদের মানসিক সেবার ক্ষেত্রে বিভিন্ন উদাহরণ তুলে ধরেন এবং ধৈর্য সহকারে চিকিৎসা সেবা প্রদান করার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করার ব্যাপারে গুরুত্ব প্রদান করেন।

+

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]