ঢাকা২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩৭৮৫; আহত ১২ হাজার ৪৯৩

বার্তা বিভাগ
অক্টোবর ১৯, ২০২৩ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩ হাজার ৭৮৫ জন নিহত ও ১২ হাজার ৪৯৩ জন আহত হয়েছে। এমনটাই জানিয়েছে গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. আশরাফ আলকোদ্রা জানান, চারটি হাসপাতাল ও ১৪টি ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্ত হাসপাতালে ১৫০ শতাংশ রোগী ভর্তি রয়েছে এবং “অনেক আহত ব্যক্তি মেঝেতে ন্যূনতম চিকিত্সা পাচ্ছেন।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিহতদের মধ্যে ১ হাজার ৫২৪ জন শিশু এবং এক হাজার নারী।

আলকোদ্রা চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধের পাশাপাশি চিকিৎসা সুবিধাগুলিতে জেনারেটর চালানোর জন্য ব্যবহৃত ডিজেলের তীব্র ঘাটতির কথাও উল্লেখ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com