ঢাকা১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালিগঞ্জে পি.এফ.জি গ্রুপের পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত 

বার্তা বিভাগ
অক্টোবর ১৯, ২০২৩ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

তাপস মজুমদার,স্টাফ রিপোর্টার, সাতক্ষীরাঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা  ও পরিকল্পনা প্রণয়ন সভা পিএফজি গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে সুজন এর উপজেলা সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও এ্যাম্বাসেডর সাঈদ মেহেদী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, সাংবাদিক সমিতির সভাপতি ও সুজন এর সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, বিশিষ্ট আইনজীবী জাফরুল্লাহ ইব্রাহিম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আশেক মেহেদী, উপজেলা ঈমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল গফুর, সাবেক এ্যাম্বাসেডর, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল প্রমুখ।

 

দি হাঙ্গার প্রজেক্টের খুলনা বিভাগীয় কো অর্ডিনেটর আবু তাহের ও সমন্বয়কারী মোঃ রেজবুল কবীর পর্যালোচনা সভার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন। পিএফজি গ্রুপের উপজেলা সমন্বয়কারী ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর পরিচালনায় গুরুত্বপূর্ণ এ সভায় উপস্থিত ছিলেন পিএফজি গ্রুপের উপজেলা শাখার সন্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিক ও সূধীবৃন্দ।

 

সভায় উপজেলা এলাকার রাজনৈতিক নেতাদের নিয়ে গোলটেবিল বৈঠক, ধর্মীয় নেতাদের নিয়ে গোলটেবিল বৈঠক, জনসচেতনতা বাড়াতে পথনাটক, মঞ্চ নাটক, স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা প্রণয়ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]