ঢাকা১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নবীনগরে মহামান্য রাষ্ট্রপতির রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

বার্তা বিভাগ
অক্টোবর ১৮, ২০২৩ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মোহাম্মদ জুয়েল রানা,স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পোর ওপেন হার্ট সার্জারি অপারেশনের সুষ্ঠু ও সাফল্যমণ্ডিত সমাপ্তির জন্য নবীনগর উপজেলার সকল মসজিদ ও মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) জোহর নামাজের পর নবীনগর উপজেলা পরিষদ মসজিদ, এস আর কেন্দ্রীয় জামে মসজিদ, উপজেলা মডেল মসজিদ, ইসলামী ফাউন্ডেশন পরিচালিত সকল মসজিদ ও মাদ্রাসায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে নবীনগর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবরা অংশগ্রহণ করেন। দোয়া ও মিলাদ মাহফিলের শেষে মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণকারী মুসল্লিরা মহামান্য রাষ্ট্রপতির জন্য দোয়া করেন। তারা মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তিনি মহামান্য রাষ্ট্রপতিকে সুস্থ করে দিয়ে আবারো দেশের সেবা করার সুযোগ দেন।

দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ০৫ নবীনগর আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম। তিনি বলেন, তিনি আমাদের সকলের প্রিয়। আমরা তার সুস্থতা কামনা করি।

দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণকারী মুসল্লিরা এমপি এবাদুল করিমের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, এটি একটি মহৎ উদ্যোগ। এটি আমাদের সকলের জন্য অনুপ্রেরণা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com