ঢাকা১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালিগঞ্জ উপজেলায় প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

বার্তা বিভাগ
অক্টোবর ১৮, ২০২৩ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

তাপস মজুমদার,স্টাপ রিপোর্টারঃ

কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে ১৮ অক্টোবর বুধবার বিকাল সাড়ে ৩ টায় কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকার বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় প্রতিবছরের ন্যায় এ বছরও ২০২৩-২০২৪ অর্থবছরে রবি ২০২৩-২৪ মৌসুমে প্রাণদোনা কর্মসূচির আওতায় কৃষকদের গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক প্রকৃত আগ্রহী কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা বুশরা এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীলের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী, তিনি বলেন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কৃষকদের জন্য প্রতিবছর বিনামূল্যে কৃষকদের বিভিন্ন প্রকার বীজ ও সার বিতরণ করে থাকেন তিনি বলেন বিগত দিনে কোন সরকার কৃষকদের ভর্তুকি দিয়ে বীজ ও সার বিতরণ করেননি। তিনি আরো বলেন কৃষকরা হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান যারা পরিশ্রম করে ফসল উৎপাদন করে আমাদেরকে ও দেশের খাদ্য উৎপাদনে সহায়তা করে আসছে।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী,সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপ সহকারী কৃষি কর্মকর্তা শেখ শফিউল্লাহ প্রমূখ

গম ১৫০ জন, ভুট্টো ৬০ জন, সূর্যমুখী ১০০ জন খেসারি ১০০ জন ও সরিষা বীজ ১৮০০ জন কৃষক কে প্রদান করা হবে। অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার বারটি ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]