ঢাকা১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফিলিস্তিন সংকট নিয়ে ওআইসির জরুরি সম্মেলনে যোগ দেবে বাংলাদেশ

বার্তা বিভাগ
অক্টোবর ১৬, ২০২৩ ৭:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

১৮ অক্টোবর সৌদি আরবের আহ্বানে জেদ্দায় শুরু হচ্ছে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) জরুরি সম্মেলন। বাংলাদেশের প্রতিনিধি দল ফিলিস্তিন সংকট নিয়ে জেদ্দায় আয়োজিত এই সম্মেলনে অন্যান্য মুসলিম দেশের মতো অংশগ্রহণ করবে। রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

উল্লেখ্য, নবম দিনের মতো অবরুদ্ধ গাজা উপত্যকায় চলছে ইসরায়েলি বিমান হামলা। ইসরায়েলের মূলভূখণ্ডে গত শনিবার (৭ অক্টোবর) ভয়াবহ রকেট হামলা চালায় গাজার হামাস যোদ্ধারা। এর জবাবে ইসরায়েলি বাহিনী কয়েক ঘণ্টার মধ্যে গাজায় পাল্টা হামলা শুরু করে। দুই পক্ষে পাল্টাপাল্টি হামলায় এ পর্যন্ত প্রায় প্রাণ হারিয়েছে তিন হাজার মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com