মোহাম্মদ জুয়েল রানা,স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া , নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ১৪ ই অক্টোবর শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম এর সভাপতিত্বে বেলা সাড়ে বারোটায় ‘সম্প্রীতির বাংলাদেশ’ নাটিকা মঞ্চস্থ হয়েছে।
সহকারী শিক্ষক মোহাম্মদ মইনাল হোসেন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ এবাদুল করিম বুলবুল এমপি। শিক্ষার্থীদের আলাদা আঙ্গিকের উপস্থাপনায় মুগ্ধ হন তিনি এবং তাদের কে খুশি হয়ে ৫০০০ টাকা নগদ পুরস্কৃত করেন ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রহমান, জেলা পরিষদ সদস্য নাছির উদ্দীন, উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবু মুছা প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি সহ সকল বিশেষ অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন।