ঢাকা১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপির কাগজের ধানের শীষে পেট ভরে নাকি?: মমতাজ এমপি

বার্তা বিভাগ
অক্টোবর ১৪, ২০২৩ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:
মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য বিশ্ব বরেণ্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, বিএনপির কাগজের ধানের শীষে পেট ভরে নাকি? এ দেশে উন্নয়ন করছেন জননেত্রী শেখ হাসিনা। সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়িয়েছে শেখ হাসিনা। তাই আমরা সবাই মিলে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকেই ক্ষমতায় আনবো এবং এই সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখব। শনিবার (১৪ অক্টোবর) মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের মতলবপুর গ্রামে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মমতাজ বেগম বলেন, শেখ হাসিনা বিগত দিনে যে উন্নয়ন করেছেন সে উন্নয়নের বিনিময় হলেও শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাবেন। মানিকগঞ্জে শত শত কোটি টাকা ব্যায়ে ভাঙ্গন রোধে বেরিবাঁধ নির্মাণ, ব্রীজ কালর্ভাট নির্মাণ, ঘরে ঘরে বিদ্যুৎ শেখ হাসিনা সরকারই দিয়েছেন।
মমতাজ বেগম বলেন, আজকে বয়স্ক ভাতা, নারী পরিত্যক্ত ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধি ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ সকল প্রকার ভাতার ব্যবস্থা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরই হয়েছে। শেখ হাসিনা এদেশ উন্নয়নে কাজ করেছেন তাই ভোট দিবেন নৌকা মার্কায়। রাজনীতি মানেই জনগণের জন্য কাজ করা, মানুষের পাশে থাকা। নিজের স্বার্থ দেখা নয়।
ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনন্দ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ তোতা, সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান শহিদ, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, পুটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহিদুর রহমান, হরিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী মিল্টনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

এদিন ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনন্দ সাহার অর্থায়নে ইউনিয়নের প্রায় ২ হাজার অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শাড়ি কাপড়, থ্রী পিচ ও লুঙ্গি বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com