ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালিগঞ্জ প্রেসক্লাবে ফ্রেন্ডশিপ হাসপাতালের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান

বার্তা বিভাগ
অক্টোবর ১৪, ২০২৩ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

তাপস মজুমদার,স্টাফ রিপোর্টার- সাতক্ষীরাঃ

বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিয়ে আপনার দোড়গোড়ায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করেছে কালিগঞ্জ প্রেসক্লাব। শনিবার (১৪ অক্টোবর) বেলা ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা ‌ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, গন্যমান্য ব্যাক্তিবর্গ, স্থানীয় এলাকাবাসী স্বাস্থ্যসেবা গ্রহন করেছেন। ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলার চৌকস সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী‌।

বিশেষ অতিথি ছিলেন ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক ডাঃ মুজাহিদুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মোমতাজ হোসেন মন্টু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা’র উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্ল্যাহ বাচ্ছু, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, বীর মুক্তিযোদ্ধা শেখ মনির উদ্দিন আহমেদ প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে গাইনি বিশেষজ্ঞ,, চক্ষু বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, প্রেসার, ডায়াবেটিস এবং ওজন পরিমাপ সেবা প্রদান করা হয়েছে।

বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোজাহিদুল হক, মেডিসিন ও শিশু বিষয়ক অভিজ্ঞ ডাঃ মোঃ শাহরিয়ার হাসান, গাইনি অভিজ্ঞ ডাঃ সানজানা পারভিন, মেডিকেল এসিস্ট্যান্ট আই, সাব্বির আহম্মেদ, সমন্বয়ক ছিলেন ফ্রেন্ডশিপ হাসপাতালের কো অর্ডিনেটর শাহিনুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]