তাপস মজুমদার,স্টাফ রিপোর্টার- সাতক্ষীরাঃ
সাতক্ষীরা জেলার শ্রেষ্ট চৌকস অতিরিক্ত পুলিশ সুপার মনোনীত হলেন আমিনুর রহমান (আমিন)। বুধবার (১১অক্টোবর) সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে মাসিক কল্যাণ সভায় তিনি এ সন্মানে ভূষিত হয়েছেন।
উক্ত কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ মাসের কর্ম মূল্যায়ণে শ্রেষ্ঠ অফিসার-ফোর্সের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করেন পরপর চতুর্থবার নির্বাচিত বিভাগীয় শ্রেষ্ট পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।
এসময় কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চৌকস পুলিশ কর্মকর্তা মোঃ আমিনুর রহমান সন্মাননা সনদ ও ক্রেষ্ট গ্রহন করেন। তিনি কালিগঞ্জ সার্কেলে যোগদানের পর থেকে জঙ্গী ও সন্ত্রাস দমন, মাদক ও চোরাচালনা বিরোধী কর্মকান্ডের পাশাপাশি সার্কেল এলাকার মানুষের দীর্ঘদিনের বিরোধ মিমাংশায় প্রশংসিত হয়েছেন।
চৌকস এ পুলিশ কর্মকর্তা বিশেষ সন্মানে ভূষিত হওয়ায় বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।