যদিও মনে হচ্ছে, কোন দাবী- দাওয়াকে সামনে রেখে মানববন্ধনে অংশ নিয়েছে শিক্ষার্থীরা। মূলত তা নয়। প্রকৃত পক্ষে এটি ছিল চট্টগ্রামের হালিশহর এলাকার স্কুল শিক্ষার্থীদের পাঠদানের অংশ মাত্র।
কিভাবে সচেতনতা মূলক মানবন্ধনে শিক্ষার্থীরা অংশ গ্রহণ করবে তা বাস্তবে শেখানে হচ্ছে।
শিক্ষার্থীদের হাতে নানা ধরনের প্লেকার্ড রয়েছে। যেখানে একাধিক বিষয়ে তারা নানা লেখা ও চিত্র নিয়ে দাঁড়িয়ে আছেন। এসব লেখার মধ্যে রয়েছে -নিরাপদ সড়ক চাই, নিরাপদ পানি ও নানা সচেতনতামূলক শ্লোগান।
মনসুরাবাদ ওয়াপদা কলোনিতে অবস্থিত বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের এসব কোমলমতি শিক্ষার্থীদের নির্দেশনা দিচ্ছেন কয়েকজন শিক্ষক।
এভাবে ছোটবেলা থেকে দায়ীত্ব সচেতন করে গড়তে পারলে হয়ত এসব শিক্ষার্থীরা জাতীয় নানা সচেতনতা মূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: thesocialtimes24@gmail.com